নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের সুস্থতা কামনায় দোয়া করেছেন জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা। বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টির নবীগঞ্জ কার্যালয়ে এই দোয়ার আয়োজন করা হয়। এসময় দোয়া পরিচালনা করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি লিয়াকত হোসেন খোকা। এসময় বক্তারা বলেন, জাতীয় পার্টি নারায়ণগঞ্জ থেকে চলে যায় নাই, নারায়ণগঞ্জ জাতীয় পার্টির দূর্গ। নারায়ণগঞ্জসহ সারাদেশে সব সময় জাতীয় পার্টি শক্তিশালী। জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কেউ সরকার ক্ষমতায় আসতে পারে নাই, আগামীতেও পারবে না। পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ, নাসিম ওসমানসহ নারায়ণগঞ্জ থেকে যারা পরকালে চলে গেছে সকলের জন্য দোয়া করবেন। যখন দল ভালো থাকে তখন লুটেরা-চাঁদাবাজ দলে অনুপ্রবেশ করতে চায়। জাতীয় পার্টি প্রমাণ করেছে মানুষের জন্য তারা কাজ করেন। জাতীয় পার্টিতে আমরা প্রয়াত নাসিম ওসমানের আমল থেকে সুনাম রক্ষা করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, নারায়গঞ্জ মহানগর শাখার সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, নারায়গঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি আজিজুর রহমান বাদল, কুতুব উদ্দিন, মোহাম্মদত আলী, এ. কে. এম সাইদ চৌধুরী, হাজী নুরুল ইসলাম, জেলা জাতীয়পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবু রিপন ভাওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন, বন্দর উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদর থানা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক ইকবাল, সোনারগাঁ পৌরসভার জাতীয় পার্টির সভাপতি এমএ জামান। আরো উপস্থিত ছিলেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলার সহ-সম্পাদক জাবেদ রায়হান, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাপ্পু, যুগ্ম আহবায়ক ও জাতীয় পার্টির সদস্য আসাদুজ্জামান টুটুল প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।