ফতুল্লা পাইলট স্কুল জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার শুরু
ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার শুরু হয়েছে। ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সেই কাজের পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। স্কুলটির সামনের সড়কে দীর্ঘদিন যাবত মিল-কারখানার বিষাক্ত ও কালো পানি জমে আছে। এতে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মসজিদের মুসল্লি ও স্থানীয় বাসিন্দরা দুর্ভোগের শিকার হচ্ছে। এ নিয়ে দিনের পর দিন সংবাদ প্রকাশ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন আর স্মারকলিপি দিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, স্কুলটির সামনের খালে বাঁধ দিয়ে রেল লাইনের কাজ করছিল। এতে পানি চলাচলে বাঁধা সৃষ্টি হয়েছে। যার প্রভাবে খালের নোংরা বিষাক্ত ও কালো পানি উপচে স্কুলের সামনের রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকালে একটি ভেকু দিয়ে সেই খাল পরিষ্কার হচ্ছে। এতে সড়কের পানি কমতে শুরু করেছে। ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন জানান, ১টি ভেকু, ২টি ড্রাম ট্রাক ও ২২ জন পরিচ্ছন্নকর্মী মিলে খাল পরিষ্কার করছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে। চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন জানান, রেল লাইনের বাঁধ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ইউএনও সেই বাঁধের বিষয় রেলওয়ের সাথে যোগাযোগ করছে। আশা করছি, সমস্যা সমাধান হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।