আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ধর্ষিতা নরসিংদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রী ক্লাসের এক ছাত্রী (২৬) বাদি হয়ে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ধর্ষিতা কলেজ ছাত্রী সোনারগাঁ থানার পাকুন্দিয়া গ্রামের মৃত আব্বাসউদ্দিনের মেয়ে। অভিযোগের সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীকে কলেজে যাতায়াতের পথে প্রতিনিয়ত আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের খোরশেদ আলমের বখাটে ছেলে মেহেদী হাসান (৩০) প্রেমের প্রস্তাবের মাধ্যমে উত্ত্যক্ত করতো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে মেহেদী হাসান তাকে বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে দৈহিক মেলামেশা করে। কিন্তু পরে বিয়ের কথা বললে মেহেদী হাসান বিষয়টি এড়িয়ে যায়। ঘটনার দিন ২৮ অক্টোবর সকালে প্রেমিক মেহেদী হাসান ওই ছাত্রীকে তার বাড়িতে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। এতে ভুক্তভোগী ছাত্রী সম্মতি না দিলে প্রেমিক মেহেদী হাসান তাকে জোরপূূর্বক ধর্ষণ করে।ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার ধর্ষিতার লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, মামলার প্রস্তুতি ও অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।