নিজস্ব সংবাদদাতা
আজ রোববার (৬ নভেম্বর) থেকে আগামী শনিবার(১২ নভেম্বর) পর্যন্ত মোট ৭ দিন নারায়ণগঞ্জে গ্যাসের স্বল্পচাপ থাকবে। এতে চলমান গ্যাস সংকট আরও ঘণিভূত হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। জেলাটিতে গ্যাস সরবরাহ করে দেশের রাষ্ট্রীয় কোম্পানী তিতাস গ্যাস। শনিবার (৫ নভেম্বর) তিতাস গ্যাসে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানীর (জিটিসিএল) বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাসের ৬০ কিলোমিটার উচ্চচাপের সঞ্চালন পাইপলাইনের ইন্টিলিজেন্ট প্লাগইন কার্যক্রম পরিচালনা করবে। এসময় তিতাস গ্যাসের অধীভুক্ত মেঘনাঘাট, সোনারগাঁ, ফতুল্লা ও নারায়ণগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহে বিঘœ হবে। লাইনে স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে তিতাস গ্যাস জানিয়েছে। গ্যাসের ঘাটতির কারণে বর্তমানে তিতাসের অধিকাংশ এলাকায় দিনের একটা বড় অংশ সময় গ্যাস থাকে না। বাসা বাড়িতে সকাল ৬টার মধ্যে গ্যাস চলে যায়, আসে রাতে। নারায়ণগঞ্জ এলাকার শিল্পকারখানায় গ্যাস স্বল্পতায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এরমধ্যে পাইপলাইনের সংষ্কার পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।