নিজস্ব সংবাদদাতা
কয়েকদিনে দফায় দফায় গো-খাদ্যের দাম বেড়েছে। এতে বিপাকে পড়েছে নারায়ণগঞ্জের খামারীরা। তাই অনেকের খামারেই দানাদার খাবারের পরিবর্তে ঘাস জাতীয় খাবার দেয়া হচ্ছে। গো-খাদ্য ব্যবসায়ীদের দাবি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাজারে সরবরাহ কমেছে। সাথে বেড়েছে কমেছে উৎপাদনকারী কারখানার সংখ্যা। তাই চাহিদা বাড়তি থাকায় দামও বেড়ে চলেছে। নিতাইগঞ্জের বাজারে প্রতিবস্তা গমের মোটা ভূষির দাম অক্টোবরের শেষ সাপ্তাহেও ছিল ১ হাজার ৬শ’ ৮০ টাকা। এখন সেই বস্তাই বিক্রি হচ্ছে ১ হাজার ৮শ’ ৫০ টাকায়। প্রতিবস্তায় বেড়েছে ১শ’ ৭০ টাকায়। ফতুল্লার গরুর খামারী মো. আবুল হোসেন জানান, গরুর দুধের নাম বাড়েনি। কিন্তু অতিরিক্ত দামে খাবার ঠিকেই কিনে নিয়ে যাওয়া হচ্ছে।
জালকুড়িতে গো-খাদ্য বিক্রেতা দ্বীন ইসলাম জানান, আগে প্রতিদিন গড়ে ২৫ বস্তা ভূষি বিক্রি হতো। এখন বিক্রি করতে পারছি মাত্র ১৮ থেকে ২০ বস্তা। নিতাইগঞ্জের গো-খাদ্যের দোকানী সম্রাট জানান, যুদ্ধ লেগেছে রাশিয়া-ইউক্রেনের মধ্যে। কিন্তু কিছু ব্যবসায়ীরা সেই যুদ্ধের অজুহাতে জনগণকে চুষে নিচ্ছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।