Logo
HEL [tta_listen_btn]

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে রবি হেফাজতের ভয় দেখিয়ে লাভ নেই

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে রবি হেফাজতের ভয় দেখিয়ে লাভ নেই

নিজস্ব সংবাদদাতা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে ঢল নেমেছিল দলটির স্থানীয় নেতাকর্মীদের।সোমবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া শহীদ মিনারে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহŸায়ক মনিরুল ইসলাম রবি বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ। আমরা সকালেই রওনা দেব। আমাদেরকে হেফাজতের মতো ভয় ও জেলের ভয় দেখিয়ে লাভ নেই। গুলির ভয় আর দেখিয়ে লাভ নেই, আপনার গুলি শেষ। আমাদের নেতা তারেক রহমান বলেছে, নো হরতাল, নো অবরোধ। শুধু মানুষদের নিয়ে আমাদের রাজপথে নামতে হবে। আমরা গণমিছিল করে ১০ তারিখে এ সরকারের ইতি টানবো। জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ বলেন, আমরা ১০ ডিসেম্বর ঢাকায় গিয়ে সরকার পতনের তারিখ নিয়ে আসব। সেদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এই অবৈধ সরকার পতনের দিনক্ষণ নিয়ে আমরা ঘরে ফিরব। বিভাগীর সমাবেশগুলোয় বাধা দিয়েও মানুষের ঢল আটকাতে পারেনি সরকার। এতে প্রমাণিত হয় মানুষ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সঞ্চালনায় এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুল হাই রাজু, লুৎফর রহমান আব্দু, মাহফুজুর রহমান হুমায়ুন, আহবায়ক জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন, মাশুকুল ইসলাম রাজিব, রুহুল আমিন শিকদার, কাজী নজরুল ইসলাম টিটু, আড়াইহাজার থানার সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, রুপগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রিপন, গোলজার হোসেন, রিয়াজুল ইসলাম রিয়াজ, একরামুল কবীর মামুন, হামিদ উল্লাহ খান, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুর রহমান স্বপন, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, সাধারন সম্পাদক মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহবুব রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিএস শাহ আলম ভূঁইয়া, সহ-সভাপতি রাসেল মাহমুদ, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, সাধারণ সম্পাদক রুমা আক্তার, জেলা তাঁতী দলের সভাপতি শুক্কুর মাহমুদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com