নিজস্ব সংবাদদাতা
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবায়েদা রহমানের নামে গ্রেফতারী পরোয়ানা জারি এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ইতালিতে নাপলি বিএনপি প্রতিবাদ সভা করেছে।শনিবার (১২ নভেম্বর) ইতালিতে নাপলি বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাপলি বিএনপির সভাপতি হাজী আব্দুল জলিল সিকদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাপলি বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল ভূঁইয়া। সভায় সভাপতিত্ব করেন, নাপলি যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মজুমদার। সঞ্চালনায় ছিলেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. মিনহাজুল ইসলাম। উক্ত সভায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জাকির খানসহ রাজপথের সকল জাতীয়তাবাদী যোদ্ধাদের জন্য দোয়া করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।