নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহŸায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে পদবাণিজ্যের অভিযোগ তুঙ্গে। নেতাদের দাবি, হামলা-মামলা, জেল-জুলুম আর নির্যাতনের শিকার ত্যাগীরা হচ্ছে বঞ্চিত। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর শনিবার (১২ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা যুবদলের ১০ নেতা অভিযোগ দেন। অভিযুক্তরা হলো, আহŸায়ক গোলাম ফারুক খোকন আর সদস্য সচিব মশিউর রহমান রনি এরআগেও মঞ্জুরুল আলম মূছা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহাবুব হোসেন কমিটি বাণিজ্যের অভিযোগ তুলে ছিল।
অভিযোগে উল্লেখ করা হয়, আমরা প্রতিটি সভা-সমাবেশে কর্মী নিয়ে উপস্থিত থেকে সফল করেছি। আহŸায়ক ও সদস্য সচিব আমাদেরকে গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পদ-পদবি দিবে বলে আশ্বস্ত করেছেন। কিন্তু কেন্দ্রীয় কমিটির কাছে যে গুরুত্বপর্ণ পদগুলোতে আহŸায়ক ও সদস্য সচিব প্রস্তাব করেছে। সেখানে আমাদের রাখা হয়নি। জুনিয়ারদের কাছে পদগুলো বিক্রি করে দিয়েছে এবং প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন কমিটি আনতে অনেক অর্থ ব্যয় হচ্ছে। ৩টি থানা ও মহানগর কমিটি গঠন করে সেই টাকার ঘাড়তি পূরণ করতে হবে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, তারা বলছে, নারায়ণগঞ্জের এক বিএনপি নেতার প্রভাব খাটিয়ে কমিটি যেভাবে চাইবে, সেই ভাবেই চলবে। অভিযোগপত্রে স্বাক্ষর করেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. ফয়সাল আহম্মেদ, সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. তরিকুল ইসলাম, সাবেক শ্রমিক বিষয়ক সম্পাদক মো. মঞ্জুর হোসেন, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. মিঠু আহম্মেদ, সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. সুমন প্রধান, সাবেক সদস্য মো. পলাশ প্রধান সুমন, সাবেক সদস্য মো. তৈয়ম হোসেন, সাবেক সদস্য মো. দুলাল, সাবেক সদস্য মো. জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সহ-ক্রিয়া সম্পাদক মো. হুমায়ূন কবির প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।