নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ছাত্র ফারদিন নূর পরশ (২৪) কে সর্বশেষ যাত্রাবাড়িতে দেখা গিয়েছিল। সাদা গেঞ্জি পরা ৩-৪ জন যুবক পরশকে লেগুনায় তুলে তারাবর দিকে নিয়ে যান। লেগুনার চালক ও আরোহীদের খোঁজা হচ্ছে।চনপাড়ায় নয় অন্য কোথাও খুন করা হয়েছে পরশকে এমনটিই দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, চনপাড়ায় ফারদিনকে হত্যা করা হয়েছে বলে মনে করছে না ডিবি। তবে আরও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। হারুন বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করতে গিয়ে ঘটনার দিন রাত সোয়া ২টার দিকে ফারদিনকে যাত্রাবাড়িতে দেখা গেছে। সাদা পোশাক পরা এক ব্যক্তির সঙ্গে কথা বলে লেগুনায়ওঠেন তিনি। এরপর লেগুনা তারাব বিশ্বরোডের দিকে চলে যায়। ওই সময় লেগুনায় আরও ৪ জন ব্যক্তি ছিলেন।সাদা পোশাক পরা ব্যক্তি, লেগুনার চালক ও লেগুনায় আগে থেকে অবস্থান করা ৪ জনকে শনাক্তের চেষ্টা চলছে। খুন চনপাড়ায় হয়নি উল্লেখ করে হারুন আরো বলেন, সময় ও দূরত্ব বিবেচনা করলে ওই রাতে যাত্রাবাড়ি থেকে ফারদিনের চনপাড়ায় যাওয়া সম্ভব না। আবার সেখান থেকে চনপাড়ার দিকে রওনা দিলেও আড়াইটার মধ্যে পৌঁছানো অসম্ভব। তাই খুন চনপাড়ায় না অন্য কোথাও হতে পারে বলে ধারণা করছে ডিবি পুলিশ।
ঘটনার রহস্য উদঘাটনে ডিবি পুলিশ নিবিড়ভাবে কাজ করছে জানিয়ে এ কর্মকর্তা বলেন, ঘটনার দিন রাতে ফারদিন গুলিস্তান, সেখান থেকে জনসন রোড, সেখান থেকে যাত্রাবাড়ি ভ্রমণ করেছেন। যাত্রাবাড়িতে গিয়ে ফারদিন লেগুনায় ওঠেন। এ বিষয়ে গোয়েন্দা কর্মকর্তারা কাজ করছেন।
এরআগে র্যাব জানায়, ফারদিনকে জিম্মি করে অথবা অস্ত্রের ভয় দেখিয়ে চনপাড়া বস্তিতে জোর করে নিয়ে যাওয়া হয়। শীর্ষ মাদক কারবারি রায়হান গ্যাং ফারদিন হত্যার নেপথ্যে কাজ করেছে। আলোচিত এই হত্যাকান্ডের ঘটনায় রায়হানসহ বেশ কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তাকে গ্রেফতার করা হবে। সোমবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফারদিন হত্যা নিয়ে এসব কথা জানায় র্যাব। উল্লেখ্য,শুক্রবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর রামপুরা এলাকায় বান্ধবী বুশরাকে বাসায় যাওয়ার জন্য এগিয়ে দেন ফারদিন। এরপর থেকেই নিখোঁজ হন ফারদিন। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।