সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২ শীর্ষ অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েরতনগর এলাকার মৃত আ. রহমানের ছেলে মো. সুমন (৩৮) ও গোদনাইল আরামবাগ এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. বাবু (৩৫)। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি চাপাতি উদ্ধার করা হয়। বুধবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ডের আবেদন করে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠায় পুলিশ। গ্রেফতারকৃত বাবুর বিরুদ্ধে অস্ত্র, মাদক এবং মারামারিসহ সিদ্ধিরগঞ্জ থানায় ১১টি মামলা রয়েছে। সুমনের বিরুদ্ধে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় দ্রæত বিচারআইন, মাদক এবং জুয়া আইনে মোট ৪টি মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান (পিপিএম, বার) এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।