সোনারগাঁ সংবাদদাতা
সামনে কঠিন সময় আসছে। দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার। রোববার (২০ নভেম্বর) বিকেলে সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা আন্দোলন করতে জানি, আবার আন্দোলন ঠেকাতে জানি। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনে কঠিন সময় আসছে। দল ক্ষমতায় আছে আমরা অনেক কিছু বুঝি না। দলকে আবার ক্ষমতায় আনতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন। আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, ছাত্রনেতা ছগির আহম্মেদ ও সোহাগ রনিসহ পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।