আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারেইয়াবাসহ ইয়াসিন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ নভেম্বর) আড়াইহাজার থানার বালুয়াকান্দির আব্দুল বারেকের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে ৯শ’ পিস ইয়াবাসহ ইয়াসিনকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত ইয়াসিন আড়াইহাজার থানার কড়াইতলা এলাকার দানিস মিয়ার ছেলে।
আড়াইহাজার থানা পুলিশ জানান, অফিসার ইনচার্জ আজিজুল হক হাওলাদারের নির্দেশে এসআই মো. নুরে আলম সিদ্দিকী, এএসআই মো. হাসিবুল হাসান, এএসআই মো. আমান উল্লাহসহ সঙ্গীয় ফোর্স আড়াইহাজার থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯শ’ পিস ইয়াবাসহ ইয়াসিনকে গ্রেফতার করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।