ফতুল্লা সংবাদদাতা
সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোয়াজ্জেম হোসেন (৫০) কে গ্রেফতার করেছেফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার (২৬ নভেম্বর) রাতে তাকে ফতুল্লা মডেল থানার কাশিপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মোয়াজ্জেম হোসেন ফতুল্লা মডেল থানার কাশীপুর হাজীপাড়ার মৃত মল্লুক চানের পুত্র। পুলিশ জানায়, এনএক্টের পৃথক ২টি মামলায় গ্রেফতারকৃত আসামী মোয়াজ্জেম হোসেনকে আদালত এক বছর করে সাজা প্রদান করে। তাছাড়া অপর একটি মামলায় ও গ্রেফতারকৃতের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিলো। শনিবার রাত ৮টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির (২) ও সহকারি উপ-পরিদর্শক ওবায়েদ সঙ্গীয় ফোর্স নিয়ে কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।