ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যায় স্বামী মোক্তার আলী (৪৭) কে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৮ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালত এ আদেশ দেন। এরআগে গোগনগরের মৃত মোকসেদ আলীর ছেলে মোক্তার আলী ২০ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। জানা যায়, দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় ২০ বছর আগে প্রথম স্বামীর সঙ্গে নিহত রেখার ছাড়াছাড়ি হয়। তালাকের ৫ বছর পর রেখা মোক্তার হোসেনকে বিয়ে করেন। মাশরুম নামে তাদের ৯ বছর বয়সী একটি সন্তান রয়েছে। মোক্তার হোসেন পেশায় গাড়িচালক। কয়েক মাস ধরে দ্বিতীয় স্বামী মোক্তার হোসেনের সঙ্গেও রেখার বনিবনা হচ্ছিলো না। ফলে ২ মাস আগে রেখা তাদের সন্তান মাশরুমকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান। পরে একই এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। ১৯ নভেম্বর রাতের খাবার খেয়ে নিজ ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন রেখা। ২০ নভেম্বর সকাল ৮টার দিকে তার মা ডাকতে গেলে তার রক্তাক্ত দেহ ঘরে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে তারা মোক্তার হোসেনের ভাড়া বাসায় গিয়ে দেখতে পান মাশরুমকে নিয়ে মোক্তার বাড়ি থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।