নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ ক্লাবে রোববার (৪ ডিসেম্বর)বিকেল সাড়ে ৪টায় টেনিস কোর্টে অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে টেনিস উপ-কমিটির সদস্য মোফাজ্জল হোসেন মিন্টুর সঞ্চালনায়টেনিস টুর্ণামেন্ট-২০২২ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা পর্বের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, টেনিস উপ-কমিটির আহŸায়ক ও ক্লাবের সহ-সভাপতি মোস্তফা এমরানুল হক। এরপর প্রতিযোগিতার সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য ও টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ফয়েজউদ্দিন আহমদ লাভলু। উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের প্রাক্তন সভাপতি আলহাজ্ব খবির আহমেদ, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, এম. শামীম রেজা, হাজী কামাল উদ্দিন আহমেদ, এস. এম. শাহীন, হাজী মো. তাসলিমুদ্দিন খান (শিশু), শাহীন হোসেন, টেনিস উপ-কমিটির সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক ক্লাব সদস্য উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।