বন্দর সংবাদদাতা
বন্দরে ২৩নং ওয়ার্ডের আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় বন্দর থানা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ন (৩৩) সহ ৩ বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) বন্দর থানার আমিন আবাসিক এলাকাসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বন্দর আমিন আবাসিক এলাকার নিজাম মিয়ার ছেলে হুমায়ন, দেওয়ানবাগ এলাকার কাজী কলিমুল্লাহ মিয়ার ছেলে কাজী রোকন ও চৌরাপাড়া এলাকার রফিজ উদ্দিন মিয়ার ছেলে আশরাফুল। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।