সোনারগাঁ সংবাদদাতা
দলিল লিখক মোশারফ হোসেন ভূইয়ার হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁও উপজেলায় রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় নিহত মোশারফ হোসেনের পরিবার ও আত্মীয়-স্বজন মানববন্ধনে অংশ নেয়। নিহতের বড় ভাই সোলাইমান বলেন, আমার ছোট ভাই মোশারফের স্ত্রী পরকীয়ার প্রেমে আসক্ত ছিলো, এই জন্যই তার প্রেমিক রিপনকে সাথে নিয়ে নৃশংস ভাবে কারেন্টের শর্ট ও বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রæত বিচারের আওতায় এনে ফাঁসির রায় ঘোষণা করা হোক। কান্নাজড়িত কন্ঠে নিহত মোশারফের কন্যা স্কুল পড়ুয়া মীম বলেন, আমার বাবাকে যারা খুন করেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন আগামী ৭ ডিসেম্বরের শুনানিতে হত্যাকারীদের যেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেওয়া হয়। উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর দুপুরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রাম থেকে মো. মোশারফ হোসেন ভূইয়ার মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরআগে সকালে শাহিনূর আক্তার প্রতিবেশীদের জানায়, ২৩ সেপ্টেম্বর মধ্যরাতে ডাকাতরা বাড়িতে এসে তার স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে বাথরুমে নিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে ডাকাতির কোন আলামত পায়নি। পরে জানতে পারে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করেছে স্ত্রী। এ ঘটনায় রাতেই নিহতের বড়ভাই সুলেইমান বাদি হয়ে নিহতের স্ত্রীসহ দু’জনকে আসামী করে হত্যা মামলা করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।