Logo
HEL [tta_listen_btn]

জেলা পরিষদের নয়া ১০ প্রকল্প

জেলা পরিষদের নয়া ১০ প্রকল্প

নিজস্ব সংবাদদাতা
১ কোটি ৫৬ লাখ টাকার উন্নয়ন কাজের অনুমতি পেয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। সরকারের এই প্রতিষ্ঠানে চেয়ারম্যান পদে বাবু চন্দন শীল নির্বাচিত হওয়ার পর এটাই প্রথম বরাদ্দ। নারায়ণগঞ্জ জেলা পরিষদের রাজস্ব তহবিলের আওতায় প্রস্তাবিত প্রকল্প রোববার (১১ ডিসেম্বর) অনুমতি দেয় স্থানীয় সরকার বিভাগ। এরআগে ২০২১ সালের ১৩ ডিসেম্বর ও ২০২২ সালের ২৮ ফেব্রæয়ারি জেলা পরিষদের ৩১ ও ৩২তম সভায় মোট ১১টি প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করা হয়েছিল। কিন্তু অনুমতি পায়নি। অবশেষে সেই ১১ প্রকল্পের ১০টি অনুমতি হয়েছে। প্রকল্পগুলো হলো, রূপগঞ্জের চনপাড়া ৭নং বøক-ক মসজিদ থেকে ৬নং বøক রিকশা জলিলের গ্যারেজ পর্যন্ত আরসিসি ডালাই। ৮নং বøকের বায়তুল আমান জামে মসজিদ থেকে ৭নং ওয়ার্ডের ক মসজিদ পর্যন্ত রাস্তা ডালাই। রূপগঞ্জের ডাক্তারখালী ডেমরা-রূপগঞ্জ মেইন রোড থেকে মো. হোসেনের বাড়ি পর্যন্ত সড়ক পাইপ ড্রেনসহ আরসিসি দ্বারা উন্নয়ন। দক্ষিণ রূপসীর ৫নং ওয়ার্ডের শীতলক্ষ্যা নদীর পাড় থেকে হাজী আমির হোসেনের বাড়ি পর্যন্ত আরসিসি ড্রেন ও রাস্তার উন্নয়ন। চনপাড়ার লতিফের চায়ের দোকান থেকে খেয়াঘাট অভিমুখে সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন। ডেমরা-রূপগঞ্জ মেইন রোড থেকে বায়তুল মামুন জামে মসজিদের ভায়া জায়েদ আলীর বাড়ি পর্যন্ত আরসিসি দ্বারা উন্নয়ন। রূপগঞ্জের কর্ণগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কর্ণগোপ কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত রাস্তা উন্নয়ন। ফতুল্লা ইউনিয়ন ৯নং ওয়ার্ড আজমেরীবাগ এলাকার হোসেন সরদারের রোডের বিসমিল্লাহ স্টোর থেকে মালেকের বাড়ি পর্যন্ত প্রায় ৩শ’ ফুট রাস্তা ও ড্রেন নির্মাণ, সদর উপজেলার ৫নং ওয়ার্ডের শহীদ নগর ডিএলআর এল-১ খালের উপর নির্মাণাধীন কালভার্ট থেকে নবীর বাড়ি পর্যন্ত ১২ ফুট প্রশস্থ রাস্তা নির্মাণ ও সদর উপজেলার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে ফকির নূরুজ্জামানের বাড়ি থেকে মো. জামাল মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা আরসিসি দ্বারা উন্নয়ন।নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল জানান, এই প্রকল্পগুলো পূর্ববর্তী চেয়ারম্যান আবেদন করে গেছেন। হয়তো অনুমতি হয়েছে। কিন্তু এখনও আমি চিঠি পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com