স্টাফ রিপোর্টার
পূর্ব ইসদাইরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শাপলা সংসদ’ এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডের মেম্বার মেহেদী বাবু ও ৯নং ওয়ার্ডের মেম্বার মাইনুদ্দিন। মহান বিজয় দিবসের সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে কেক কাটার পর্ব সম্পন্ন করা হয়। এর আগে সংগঠনের সভাপতি আব্দুল কাদের সিকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা হাজী আব্দুল মান্নান, ইউসুফ আলী এটম, হাবিবুল্লাহ খান, লুৎফর রহমান রিপন, শামীম আহমেদ ও আলম চান। কর্মকর্তাদের মধ্যে আব্দুল বাছেত রতন, মেহেদী হাসান লিটু, মনিরুল ইসলাম মুন, খালেদ বিন রশিদ, রফিকুল ইসলাম মানিক, জাহাঙ্গীর আলম সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে আয়োজিত অনুষ্ঠান উদযাপনের শেষ পর্বে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ণ করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।