Logo

বাংলা একাডেমির ফেলোশিপ আইভী’র হাতে

বাংলা একাডেমির ফেলোশিপ আইভী’র হাতে

নিজস্ব সংবাদদাতা
সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ ২০২২ প্রদান করা হয়েছে। বাংলা একাডেমি থেকে শুক্রবার (২৩ ডিসেম্বর) একাডেমির সাধারণ পরিষদের ৪৫তম বার্ষিক সভায় এই সম্মাননা তুলে দেয়া হয়। সম্মাননা গ্রহণ করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নিজেই। এছাড়াও ভাস্কর ও চিত্রকলায় হামিদুজ্জামান খান, শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিজ্ঞানে পাখি বিশারদ ও প্রাণী বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান, চিকিৎসায় অধ্যাপক মো. জাকির হোসেন, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং সংস্কৃতিতে জয়ন্ত চট্টোপাধ্যায়কে সম্মাননা দেয়া হয়েছে।ফেলোশিপ প্রাপ্তদের হাতে সম্মাননাপত্র, সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন অনুষ্ঠানের সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। নারায়ণগঞ্জ থেকে এই প্রথম কেউ বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ পেলেন। এরআগে এই ফেলোশিপ পেয়েছেন নোবেল বিজয়ী অমর্ত্য সেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ দেশ-বিদেশের গুণীজন।জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর প্রতিষ্ঠানটি থেকে দেশের ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com