Logo
HEL [tta_listen_btn]

দেখার কেউ নেই / উত্তর নরসিংপুরের ছোটপাড়ায় ময়লার স্তূপ

Exif_JPEG_420

দেখার কেউ নেই / উত্তর নরসিংপুরের ছোটপাড়ায় ময়লার স্তূপ

নিজস্ব সংবাদদাতা
সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর নরসিংপুর একটি সমৃদ্ধ ও শতভাগ শিল্পাঞ্চল। এই অঞ্চলের বেপারীপাড়ার পিছনের অংশে ছোটপাড়ায় দীর্ঘদিন মানুষের দুর্ভোগ একটি রাস্তার জন্য। ছোটপাড়ার যাতায়াতের জন্য রাস্তার মূল অংশে প্রভাবশালীদের বাসাবাড়ির দূষিত পানি এবং ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। অঞ্চলের কিছু অংশ ঘুরে দেখা যায়, এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা আছে কিন্তু প্রভাবশালীদের চিন্তা চেতনার অভাবে ছোটপাড়ার মানুষদের রাস্তায় ময়লা-আবর্জনা ও তাদের ব্যবহারের পানি ফেলছে। উত্তর নরসিংপুর গ্রামের বেপারীপাড়ার ছোটপাড়া অঞ্চলের মানুষের সাথে কথা বলে জানা যায়, তারা বারবার এলাকার জনপ্রতিনিধিদের অবগত করলেও আশা দেয় কিন্তু কাজ করে না। বছরের ৮ মাস এই রাস্তায় ময়লা পানি জমে থাকে। এতে প্রায় প্রতিটি বাড়িতে দূষিত পানিবাহিত রোগে আক্রান্ত অন্তত একজন। এখানে প্রায় সবসময় পানি জমে থাকে। যার ফলে ডেঙ্গু মশার জন্ম হয়। প্রশাসন এসব দেখেও কেন নিশ্চুপ তা আমাদের অজানা। শিল্পাঞ্চলে মানুষের রাস্তার ব্যবস্থা নেই যা খুবই হতাশাজনক। বহু যুগ আগে থেকে ছোটপাড়ার মানুষ আশপাশের এলাকার মানুষের ভালোবাসা ও শ্রদ্ধাবোধ অর্জনে সক্ষম হয়। ছোটপাড়ার অধিকাংশ মানুষ গার্মেন্টসে চাকরি বা ব্যবসার কাজে এই রাস্তা ব্যবহার করেন। তাদের একমাত্র অবলম্বন এই রাস্তা। কিন্তু এখন রাস্তার কোন অস্তিত্ব নেই। স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে দ্রæত যেন এ সমস্যার অবসান হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com