Logo
HEL [tta_listen_btn]

সাধু পৌলের গীর্জা পরিদর্শনকালে মেয়র আইভী  আমরা যে যার ধর্ম পালন করবো

সাধু পৌলের গীর্জা পরিদর্শনকালে মেয়র আইভী  আমরা যে যার ধর্ম পালন করবো

নিজস্বসংবাদদাতা
সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে প্রার্থনায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উদযাপিত হয়েছে। রোরবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে শহরের দু’টি গির্জায় উৎসব পালন করা হয়। সকালে প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। বেলা ১২টায় কেক কাটা হয়।খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব শুভ বড়দিন উপলক্ষে সাধু পৌলের গীর্জা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়ৎ আইভী। মেয়র আইভী বলেন, সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স¤প্রীতির বন্ধন অটুট রাখার চেষ্টা করছে। আমরা হিন্দু-মুসলমান-বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই বাঙ্গালী। একসাথে মিলে আমরা বাংলাকে গড়বো এই প্রত্যাশা রইলো। আমরা দেশকে ভালোবাসি, মাকে ভালোবাসি সুতরাং যে যার যার ধর্ম পালন করবো। আমরা একে অপরের অংশীদার হয়ে আনন্দটুকু ভাগাভাগি করে নিবো। পরিদর্শনকালে তিনি সাধু পৌলের গীর্জার ফাদারকে ফুল এবং উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাচ্চাদের নিয়ে কেক কাটেন। এসময় তার সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানসহ অন্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে, সকালে সাধু পৌলের গীজায় বিশেষ প্রার্থনার মধ্যদিয়ে বড়দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু করা হয়। সকলের নিরাপত্তা জন্য ছিলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com