সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের রাস্তাটি নি¤œমানের সামগ্রী দিয়ে নির্মাণ, রাস্তার প্রসস্থতা ও থিকনেস নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। শতশত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলের একমাত্র ভরসা পিরোজপুর গ্রামের প্রায় এক কিলোমিটার রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিডিউল উপেক্ষা করে মারিয়া এন্টারপ্রাইজের সত্ত¡াধিকারী মানিক মিয়া উপজেলা এলজিইডি কর্মকর্তা আরজুরুল হককে ম্যানেজ করে অনিয়ময়ের মাধ্যমে নি¤œমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তা নির্মাণ কাজে এলজিইডির একটিমাত্র ভি টি রোলার দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। যেখানে আরসিসি ঢালাই কাজে ভাইব্রেটর মেশিন ব্যবহার করার কথা সেখানে ভি টি রোলারটিও পুরোপুরি কাজ করছেনা বলেও প্রতিবেদকের কাছে শিকার করেন মেশিন অপারেটর। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে রাস্তার কাজটি সঠিকভাবে করার জন্য উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই এলাকার সাবেক ব্যাংক কর্মচারী আব্দুল আউয়াল। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে সোনারগাঁ উপাজেলা (এলজিইডি) প্রকৌশলী আরজুরুল হকের কাছে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি। মোবাইল ফোনে তিনি জানান, আমি সাইটে আছি। রাস্তার কাজে অনিয়ম ও দুর্নীতির কথা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। পরে বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা অফিস কক্ষে এসে প্রতিবেদককে ফোন করে অফিসে নিয়ে যান। তখন ক্যামেরার সামনে আসতে রাজি না হয়ে গণমাধ্যমকর্মীদের সাথে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন উপজেলা প্রকৌশলী আরজুরুল হক।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নারায়ণগঞ্জ জেলার প্রকৌশলী মো. হায়দার বলেন, পিরোজপুর গ্রামের রাস্তাটি সিডিউল মোতাবেক না হলে পুনরায় সঠিকভাবে করা হবে। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি উপজেলায় দায়িত্বরত কর্মকর্তা ও ঠিকাদারের সাথে কথা বলবো।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।