Logo
HEL [tta_listen_btn]

দুর্ধর্ষ সন্ত্রাসী হীরা গ্রেফতার মধ্যরাতে কাশীপুর বাশমুলি এলাকায় পুলিশের অভিযান 

দুর্ধর্ষ সন্ত্রাসী হীরা গ্রেফতার মধ্যরাতে কাশীপুর বাশমুলি এলাকায় পুলিশের অভিযান 

ফতুল্লা সংবাদদাতা
ডাকাতির প্রস্ততিকালে ফতুল্লা মডেল থানার শীর্ষ সন্ত্রাসী এক ডজনেরও বেশী মামলার পলাতক আসামী আলাউদ্দিন ওরফে হিরা (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় গ্রেফতারকৃতের নিকট থেকে দেশীয় তৈরী ধারালো অস্ত্রসহ ব্যবসায়ী রাশেদকে কুপিয়ে ছিনিয়ে নেয়া মোটরসাইকেলটিও উদ্ধার করে পুলিশ। বুধবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে তাকে ফতুল্লা মডেল থানার কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। শীর্ষ এই সন্ত্রাসীর গ্রেফতারের সংবাদে এলাকাবাসীর মাঝে স্বস্তি নেমে এসেছে। গ্রেফতারকৃত হিরা ফতুল্লা মডেল থানার ভোলাইল শান্তিনগর এলাকার সফর আলী মাঝির পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টার দিকে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপুর নেতৃত্ব উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন, মিজানুর রহমান সজিব, সহকারি উপ-পরিদর্শক শেখ রাজু সঙ্গীয় ফোর্স নিয়ে কাশীপুর বাশমুলি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরী ধারালো অস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী হিরাকে গ্রেফতার করে। তবে এসময় তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ১৩টি মামলা রয়েছে।বুধবার রাতে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় তৈরী ধারালো অস্ত্রসহআলাউদ্দিন ওরফে হিরাকে গ্রেফতার করা হয়। কয়েক মাস পূর্বে রাশেদ নামে এক ব্যক্তিকে পিটিয়ে ছিনিয়ে নেয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ফতুল্লার কাশীপুরে রাশেদ নামে এক কাপড় ব্যবসায়ীকে মোটরসাইকেল থেকে পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনার অন্যতম হোতা ও এক ডজনেরও বেশী মামলার পলাতক আসামী আলাউদ্দিন ওরফে হিরা। ব্যবসায়ীকে পিটিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার ভিডিও ভাইরাল হলে ফতুল্লার সর্বত্র ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভিডিও ভাইরাল হওয়ার ঘটনার সাথে জড়িতরা আত্মগোপনে চলে যায়। উল্লেখ্য,ফতুল্লার দেওভোগ শেষ মাথা এলাকায় ২০২২ সালের ১৩ নভেম্বর রাতে ১২ জনের নাম উল্লেখসহঅজ্ঞাত আরো ৩ জনের বিরুদ্ধে ব্যবসায়ী রাশেদের বাবা নিজাম উদ্দিন বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তিকে কয়েকজন মিলে লাঠি দিয়ে এলোপাথাড়ি পেটাচ্ছেন। এসময় ওই ব্যক্তি তাদের কাছ থেকে নিজেকে রক্ষা করতে উচ্চস্বরে চিৎকার করছেন। আশপাশে অনেক লোকজন দাঁড়িয়ে মারধরের ঘটনা দেখলেও কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। নির্যাতনের একপর্যায়ে ওই ব্যক্তি নিথর হয়ে মাটিতে পড়ে থাকে। এসময় সন্ত্রাসীরা চলে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com