Logo
HEL [tta_listen_btn]

আন্তর্জাতিক বাণিজ্যমেলা  ১৭ দিনে ২০ প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক বাণিজ্যমেলা  ১৭ দিনে ২০ প্রতিষ্ঠানকে জরিমানা

রূপগঞ্জ সংবাদদাতা
রূপগঞ্জের পূর্বাচলে চলছে ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। মেলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৭ দিনে নানা অনিয়মের অভিযোগে ২০টি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাণিজ্যমেলায় পণ্য সংক্রান্ত অভিযোগ না থাকলেও খাবারের দোকানের বিরুদ্ধে ক্রেতাদের অভিযোগ বেশী। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ শাখার সহকারি পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, এখন পর্যন্ত মেলায় খাবারের দোকান রিলেটেড অভিযোগ বেশী আসে। পণ্য সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ এখনো পাইনি। প্রতিদিন মেলায় ২ শিফটে ভোক্তা অধিদপ্তরের দু’টি টিম কাজ করে। প্রথম টিম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং দ্বিতীয় টিম সন্ধ্যা থেকে মেলা শেষ হওয়া পর্যন্ত কাজ করে। ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা করার আহŸান জানিয়ে হাসানুজ্জামান বলেন, ব্যবসায়ীদের আমরা প্রতিনিয়ত সতর্ক করছি, মেলায় কোনো ধরনের অনৈতিক ব্যবসা করা যাবে না। নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে হবে। যে পণ্যের প্রতিশ্রæতি দেবেন ক্রেতাকে ঠিক সেই পণ্যই বুঝিয়ে দিতে হবে। মেলায় বিভিন্ন প্রতারণা ও অনিয়মের জন্য দু’ভাবে জরিমানা করে থাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে এবং অধিদদপ্তরের দ্বারা পরিচালিত নিয়মিত অভিযানে। অধিদপ্তরের সূত্রে জানা যায়, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা এবং মেয়াদ ও মূল্যবিহীন পণ্য বিক্রিকরাসহ নানা অভিযোগে এসব জরিমানা করা হয়। উল্লেখ্য, ১০ জানুয়ারি ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, ১১ জানুয়ারি ২টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা, ১৩ জানুয়ারি ৪টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা, ১৪ জানুয়ারি ৩টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা, ১৫ জানুয়ারি ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা এবং সর্বশেষ ১৬ জানুয়ারি ৩টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com