নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুস বিজয়ের পর নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও তার সহধর্মিনী নাসরিন ওসমানেরসাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জুয়েল-মোহসীন পরিষদের নির্বাচনী ১৬ জন আইনজীবী। এসময় সাংসদ সহধর্মিনীর হাত থেকে বার ভবনের ৩য় তলা নির্মাণে সেলিম ওসমানের দেয়া প্রতিশ্রæতি আরও ৩০ লাখ টাকার চেক গ্রহণ করেন আইনজীবীরা। ইতোমধ্যে ঘোষিত ১ কোটি ২০ লাখ টাকার পুরোটায় প্রদান করেন সেলিম ওসমান। ফতুল্লার দাপায় সেলিম ওসমানের ব্যবসায়িক প্রতিষ্ঠান উইজডমে বৃহস্পতিবার (২ ফেব্রæয়ারি) আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক এড. মোহসীন মিয়ার নেতৃত্বে আইনজীবীরা এ শুভেচ্ছা জানান। এসময় সেলিম ওসমান বার ভবনের উন্নয়নে সকলকে একসাথে কাজ ও নতুন আইনজীবীদের অগ্রাধীকার দেয়ার আহŸান জানান। সেলিম ওসমান নবনির্বাচিত কমিটিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। প্রসঙ্গত, সোমবার (৩০ জানুয়ারি) জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৭ পদে প্রতিদ্ব›িদ্বতা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সম্মিলিত পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭ টি পদের ১৬টিতে বিজয়ী হন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সম্মিলিত পরিষদ। আর একটিতে বিজয়ী হন সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। জয়-পরাজয়ে এবার ভোটের ব্যবধান ছিলো প্রায় দ্বিগুণ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।