সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকা থেকে অপহরণের অভিযোগে ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। সংস্থাটির দাবি, গ্রেফতারকৃত ৩ জন অপহরণকারী চক্রের সদস্য।র্যাব-১১ কার্যালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (১৩ ফেব্রæয়ারি) রাতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো, জয়পুরহাটের পাঁচবিবি থানার লোহার পুকুর পাড়ের মো. আক্তার হোসেনের ছেলে মো. বাবুল হোসেন (৪০), তার ছেলে ছেলে মো. আপন ইসলাম ওরফে রিফাত (২২) ও একই জেলার লোহার পুকুর পাড়ার মৃত রফিক মন্ডলের ছেলে মো. বাবুল হোসেন (৬৫)। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের ১০ জুলাই জয়পুরহাট জেলার পাঁচবিবি মাঝিনা এলাকায় এক তরুণীকে অপহরণ করা হয়। সোমবার তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতেসিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে ৩ জন অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে অপহৃতা ভিকটিমকে উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা প্রায়ই ভিকটিমকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্তসহ বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গি করে প্রেম নিবেদন করতো। ভিকটিমের বাবা আসামীর বাবাকে জানালে তারা কর্ণপাত না করে রাগান্বিত হয়ে অপহরণের সুযোগ খুঁজতে থাকে। পরবর্তীতে আসামীরা সুযোগ বুঝে ভিকটিমকে অপহরণ করে নারায়ণগঞ্জে নিয়ে আসে। গ্রেফতারকৃত আসামীদেরকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।