Logo
HEL [tta_listen_btn]

সোনারগাঁয়ের কবির হত্যামামলা  নারীসহ ২ আসামী গ্রেফতার

সোনারগাঁয়ের কবির হত্যামামলা  নারীসহ ২ আসামী গ্রেফতার

সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে পূর্ব শক্রতার জের ধরে কবির নামক এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ১২ বছর পর ২ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারি) রাজধানীর উত্তরখান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, হাবিব উল্লাহ ওরফে হাবু (৫২) ও রাহিমা বেগম (৫৮)।র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি (মিডিয়া অফিসার) মো. সম্রাট তালুকদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১২ বছর আগে ২০১১ সালের ১ আগস্ট সোনারগাঁ উপজেলার জৈনপুর এলাকায় পূর্ব শক্রতার জের ধরে কবির নামক এক ব্যক্তিকে হত্যা করা হয়। ওই ঘটনায় ভিকটিমের পরিবার বাদি হয়ে সোনারগাঁ থানায় একটা হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১৫ সালে উক্ত মামলায় আসামীদের বিজ্ঞ আদালত সাজা প্রদান করলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হাবিবুল্লাহ ওরফে হাবু ও রাহিমা বেগমকে ডিএমপি ঢাকার উত্তরখান এলাকা হতে র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com