সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
পঞ্চগড়ে কাদিয়ানীদের সালানা জলাস বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার (৩ মার্চ) বাদ জুম’আ অনৈসলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটি বাংলাদেশের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনৈসলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটি বাংলাদেশের আমির আতিকুর রহমান নান্নু মুন্সির নেতৃত্বে সমাবেশে পঞ্চগড় জেলায় কাদিয়ানীদের আয়োজিত সালানা জলাস বন্ধ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান বক্তারা। পাশাপাশি সরকারিভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবি জানান। জলাস বন্ধ না করলে সংগঠনটির উদ্যোগে লংমার্চসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেয়া হয়। সমবেশে বক্তব্য রাখেন, সংগঠনের নায়েবে আমির মুফতি মুসফিকুর রহমান জামাল ও প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মাহদী হাসান প্রমুখ। এছাড়াও সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, বন্দর, ফতুল্লা ও ডেমরা থানা এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।