Logo

১ম বিভাগ ক্রিকেট লীগ  অপরাজিত চ্যাম্পিয়ণ রেইনবো এ্যাথলেটিক

১ম বিভাগ ক্রিকেট লীগ  অপরাজিত চ্যাম্পিয়ণ রেইনবো এ্যাথলেটিক

ক্রীড়া সংবাদদাতা
সব ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ণ হলো রেইনবো এ্যাথলেটিক ক্লাব। অধিনায়ক এমইচ ধ্রæব ও আবু সাইদের ব্যাটের উপর ভর করে তারা ৬ উইকেটে হারিয়েছে সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমীকে।সোমবার (৬ মার্চ) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে সাহা এন্টারপ্রাইজ ১ম বিভাগ ক্রিকেট লীগ এর ৭ম রাউন্ডের তৃতীয় ম্যাচ হেরে লীগ শেষ করলো সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী ২২২ রান তোলে ৪৮ দশমিক ১ ওভারে। প্রায় সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন সিদ্ধিরগঞ্জের মাহবুর হোসেন। ৯৪ রানে তিনি কট বিহাইন্ড হয়ে ফিরেন। কাওসার ফিরেন ২৮ রান করে। নাদির করেন ২৩ রান। সাব্বির ও আসাদুজ্জামান ১৯ রানে। সোহান ও সাজু আউট হন ১২ রানে। রেইনবোর তন্ময় ৪টি রাকিব ৩টি এবং আবু সাইদ ২টি করে উইকেট পান। অপরদিকে, ২২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ ওপেনার দ্রæতই আউট হয়ে যায়। মাঠে নামেন অধিনায়ক ধ্রæব ও আবু সাইদ। এই জুটিতে রান আসে ১৬২ রান। আবু সাইদ দুর্ভাগ্যজনকভাবে ৮৩ রানে ফিরে যান। কিন্তু ধ্রæব সেঞ্চুরি তুলে নেন। ১০৩ রানে অপরাজিত থাকেন এই মিডলঅর্ডার। ইমন করেন ১৯ রান। সজল ফিরেন ১৬ রানে। সিদ্ধিরগঞ্জের নিরঞ্জন,মাহবুর ও আসাদুজ্জামান ১টি করে উইকেট পান। ৪ উইকেট খুইয়ে রেইনবো জয় নিয়ে মাঠ ছাড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com