Logo

প্রাইমব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট – বার একাডেমী স্কুলের জয়

প্রাইমব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট – বার একাডেমী স্কুলের জয়

ক্রীড়া সংবাদদাতা
গতবারের চ্যাম্পিয়ণ বার একাডেমী ১৯ রানে দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে শুভ সূচনা করেছে। সোমবার (২০ মার্চ) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাইম ব্যাংক নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক জুনায়েদ আহমেদ। ক্রিকেট উপ-কমিটির আহŸায়ক ফারুক বিন ইউসুফ পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক খোরশেদ আলম নাসির ও ডিস্ট্রিক ক্রিকেট কোচ জিয়াউল হক জিয়া প্রমুখ। সকালে টস হেরে বার একাডেমী প্রথমে ব্যাট করে ১৩৭ রান তোলে ৩০ ওভারে। সাজিত ৩৫,বিল্লাল ১৯ এবং সিয়াম ১৮ রান করেন। দাপা আদর্শ স্কুলের ফাহিম মিয়া পান ৪ উইকেট। জবাব দিতে গিয়ে দাপা আদর্শ স্কুল ৩০ ওভারে ১১৮ রান করে। বার একাডেমীর আল আমিন পান ৩ উইকেট পেয়ে ম্যান অব দি ম্যাচ হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com