বন্দর সংবাদদাতা
বন্দরে ঐতিহাসিক লাঙ্গলবন্দ অষ্টমী পূণ্য স্নান উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা সভাকক্ষে বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চ্যুয়ালি যোগ দিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান। বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ, বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুরাইয়া ইয়াছমিন, বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক। সভায় উপস্থিত ছিলেন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, লাঙ্গলবন্ধ স্নান উদযাপন কমিটির নেতা প্রবীর সাহা, শিখন সরকার, শ্যামল দাস, বন্দর প্রেসক্লাবের নির্বাহী সদস্য মাহফুজুল আলম জাহিদ, বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেনসহ বন্দর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। লাঙ্গলবন্দ অষ্টমী পূণ্য¯œান উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. এ রশীদ বলেন, বন্দরে ¯œান উৎসব শুধু বন্দরের না এটা জাতীয় প্রোগ্রাম। এখানে কিছু হলে আন্তর্জাতিক মহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মান ক্ষুন্ন হবে। আমাদের সকলের দুর্নাম হবে। এছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে জনস্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।