Logo

বাড়ি ফিরেছেন শামীম ওসমান

বাড়ি ফিরেছেন শামীম ওসমান

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান এর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাড়িতে ফিরেছেন। বিগত ২ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার (২৫ মার্চ) তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম। শাহ নিজাম বলেন, চিকিৎসকের পরার্মশে শুক্রবার (২৪ মার্চ) সংসদ সদস্য শামীম ওসমান বাড়িতে চলে গিয়েছেন। তবে বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে আছেন। তিনি অনেকটা সুস্থতা বোধ করায় বাড়িতে চলে এসেছেন, তবে চিকিৎসকের পরার্মশে আছেন। তিনি কি কারণে হসপিটালে ভর্তি হয়েছেন এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে। এরআগে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে সাংসদের সহধর্মিণী সালমা ওসমান লিপি ও ছেলে ইমতিনান ওসমান অয়ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে শামীম ওসমানের সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার দোয়া চান। সালমা ওসমান লিপি ফেসবুকে লিখেন, সংসদ সদস্য শামীম ওসমান বুধবার (২২ মার্চ) রাত থেকে অসুস্থ। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আপনারা সবাই উনার দ্রæত সুস্থতার জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়া কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com