Logo

ফতুল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

ফতুল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় পূর্ব শত্রæতা ও আর্থিক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে সহযোগীসহ বিতর্কিত যুবলীগ নেতা শামীম তালুকদারকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসী খলিল বাহিনী। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত শামীম তালুকদার ও তার সহযোগী আসলামকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় সন্ত্রাসীরা যুবলীগ নেতা শামীম তালুকদার ও তার সহযোগী আসলামকে কুপিয়ে মারাত্মক জখম করে। আহত যুবলীগ নেতা শামীম তালুকদার ফতুল্লার শাসনগাও এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে এবং সহযোগী আসলাম ফতুল্লার শিহারচর এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফতুল্লার শাসনগাও এলাকার বাসিন্দা ও ফরিদপুরের খলিলের সাথে শামীম তালুকদারের মধ্যে টাকা পয়সা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এমনকি খলিললের মেয়ের জামাইয়ের জমি নিয়েও বিরোধ রয়েছে। কয়েকদিন আগে খলিলের কাছ থেকে জোরপূর্বক ভাবে কয়েক লাখ টাকার চেকও নিয়ে নেয় শামীম তালুকদার। এসব বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে আসলামকে সাথে নিয়ে যুবলীগ নেতা শামীম তালুকদার ফতুল্লা থেকে বাড়িতে যাওয়ার সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা খলিল তার লোকজন নিয়ে শামীম ও আসলামকে গতিরোধ করে। তারা কিছু বোঝার আগেই তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে পেটে, পিঠে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন শামীম তালুকদার ও আসলামকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রিজাউল হক দিপু জানান, লোক মাধ্যমে ঘটনা শুনতে পেরেছি। তবে এখনো কেউ থানায় এসে অভিযোগ দায়ের করেনি। ঘটনার সংবাদ পেয়ে ঘটনার বিষয় খোঁজ খবর নেয়া হচ্ছে এবং যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com