নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বিবর্তন’ মহান স্বাধীনতা দিবসে চাষাঢ়া চত্বরের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। সকালে বিবর্তনের কর্মকর্তা ও সদস্যগণ সমবায় মার্কেটের সামনে সমবেত হন। এরপর সংগঠনের সভাপতি মলয় দাশ চন্দনের নেতৃত্বে শোভাযাত্রাসহ স্মৃতিস্তম্ভে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে ইউসুফ আলী এটম, মোখলেছুর রহমান, নাসিম আফজাল, আব্দুল মান্নান, নির্মল সাহা, সমর রায়, সুমিত বড়ুয়া, আব্দুল আউয়াল, জালাল আহমেদ, শরৎ চন্দ্র মন্ডল, হারু দে প্রমুখ উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।