Logo

জন্ম নিবন্ধন এখন সহজ হয়েছে : মেয়র হাছিনা গাজী

রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, বর্তমান সরকার জন্ম নিবন্ধন কার্যক্রম সহজ করেছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ের অডিটোরিয়ামে তারাবো পৌরসভার জন্ম-মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ নারায়ণগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসাইন, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, তারাবো পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম, তারাবো পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুল মতিন, তারাবো পৌরসভার কাউন্সিলর আমির হোসেন ভুঁইয়া, কাউন্সিলর আনোয়ার হোসেন, কাউন্সিলর আক্তার হোসেন মোল্লা, কাউন্সিলর হামিদুল্লাহ, সংরক্ষিত নারী কাউন্সিলর লায়লা পারভীন, সংরক্ষিত নারী কাউন্সিলর জোসনা বেগম ও সংরক্ষিত নারী কাউন্সিলর মাহফুজা আক্তার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com