Logo
HEL [tta_listen_btn]

দেশে ২৪ ঘন্টায় ৭৩ করোনা রোগী

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৩ জন রোগী করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৯শ’ ৭১ জন। তবে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪শ’ ৪৬ জনের। রোববার (২৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ২শ’ ১২ জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮শ’ ৮৫টি ল্যাবে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৩শ’ ৩১টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩শ’ ২৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১৭ হাজার ৪শ’ ৮৮টি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৫০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২ জন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে কেউ ছাড়পত্র পায়নি। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন ৪ লাখ ৫২ হাজার ৩শ’ ৪০ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ লাখ ২৩ হাজার ১শ’ ৩৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২শ’ ৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com