Logo

ফতুল্লা ইউপির বাজেট ঘোষণা

ফতুল্লা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরে ৭ কোটি ২১ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ মে) দুপুরে ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হল রুমে এ বাজেট ঘোষণা করা হয়। এসময় চেয়ারম্যান ও সদস্যদের সম্মানীভাতা, কর্মচারীদের বেতন ও ভাতা, কর আদায় বাবদ ব্যয়, জন্ম-মৃত্যু নিবন্ধন আয় হতে সরকারি কোষাগারে জমা, প্রিন্টিং এবং স্টেশনারী, বিদ্যুৎ ও টেলিফোন বিল, ত্রান সামগ্রী, নিজস্ব অর্থায়নে প্রকল্প ব্যয়, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর, ত্রাণ সামগ্রী পরিবহণ ব্যয়, জরুরি পানি সরবরাহ, জরুরি পয়ঃনিষ্কাশন, মশক নিধন, ইউপি উন্নয়ন সহায়তা তহবিল দ্বারা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নসহ একাধিক বিষয়ে ৭ কোটি ২১ লাখ ৫১ হাজার ১শ’ ৬৬ টাকার বাজেট ঘোষণা করা হয়।
ফতুল্লা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস ও বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউপি সদস্য মো. হাসমত আলী, মো. জাকির হোসেন প্রধান, আব্দুল বাতেন, কাজী মঈন উদ্দিন, মো. আব্দুল বাছেদ প্রধান, মো. আব্দুল আউয়াল, মো. নজরুল ইসলাম সেলিম, নাজমুল হোসেন সবুজ, মেহেদী মোহাম্মদ, উম্মে তাহেরা, ফেরদৌস আরা অনা, নাজনীন আক্তারসহ ফতুল্লা ইউনিয়ন পরিষদের গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com