Logo
HEL [tta_listen_btn]

শিল্পাচার্য জয়নুল আবেদিনের মৃত্যুবার্ষিকী পালিত

সোনারগাঁয়ে যথাযথ মর্যাদায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ রোববার (২৮ মে) দিবসটি পালন করে। আধুনিক চিত্রকলার অন্যতম পুরোধা ব্যাক্তিত্ব, দেশের ঐতিহ্য ও সংষ্কৃতিকে পুনরুজ্জীবিত করার আন্দোলনের অগ্রসৈনিক এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে স্থাপিত শিল্পাচার্যের ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়াও তার জীবনকর্ম নিয়ে আলোচনা, দোয়া, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক এস এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছেলে প্রকৌশলী ময়নুল আবেদিন। আরো উপস্থিত ছিলেন, কোহিনুর আবেদিন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম, গাইড লেকচারার একেএম মোজাম্মেল হক মাসুদ, ডিসপ্লে অফিসার আবুল কালাম আজাদসহ ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com