সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে ২০২২-২৩ মৌসুমের ২য় বিভাগ ক্রিকেট লীগের ৬ষ্ঠ দিনের খেলায় মঙ্গলবার (৬ জুন) নবাগত নীট রেডিক্স ক্রিকেট একাডেমী ১৫ রানে দুর্ণিবার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। জেতার মত অবস্থায় থেকেও ম্যাচ হেরেছে দুর্ণিবার। সকালে টস জিতে প্রথমে ব্যাট করে নীট রেডিক্স ৫০ ওভারে ৮ উইকেট তোলে ২০২ রান। ওপেনার টিপু ফিরেন ৪১ রানে। জিহান করেন ৩৩ রান। অধিনায়ক তুষার করেন ৩৯ রান। আয়াদ আউট হন ৩৭ রানে। শাওন করেন ১১ রান। দুর্ণিবারের আব্দুল্লাহ আল রাফি পান ৪ উইকেট। জবাব দিতে গিয়ে শুরুতেই হোঁচট খায় দুর্ণিবার স্পোর্টিং ক্লাব। দ্রুত হারায় ২ উইকেট। টগর ফিরেন ৫১ রানে। মাঠে নামেন অধিনায়ক আশরাফুল। ভালই খেলছিলেন। দলও হাটছিল জয়ের পথে। কিন্তু তিনি ৫১ রানে ফিরলে চাপে পড়ে যায় দলটি। শফি করেন ২৫ রান। মতিন আউট হন ১২ রানে। স্পিনার জিহান ও তুষার দুর্দান্ত বল করেন। দুর্ণিবার ১৮৭ রানে থেমে যায়। সাব্বির পান ৩টি এবং তুষার ও জিহান ২টি করে উইকেট পান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।