Logo

২য় বিভাগ ক্রিকেট লীগ : ইসমাইল বাবুল একাডেমীর জয়

সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে ২০২২-২৩ মৌসুমের ২য় বিভাগ ক্রিকেট লীগের ১৬তম দিনের খেলায় বৃহস্পতিবার (২২ জুন) শক্তিশালী ইসমাইল বাবুল ক্রিকেট একাডেমী ৭ উইকেটে জেএমজেডকে পরাজিত করে লীগে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে। সকালে টস জিতে ইসমাইল বাবুল ক্রিকেট একাডেমীর অধিনায়ক প্রথমে ব্যাট করতে পাঠায় জেএমজেড ক্রিকেট একাডেমীকে। নাইমুর ও ইমনের পেস আক্রমণে ধসে যায় জেএমজেড বাহিনী। মাত্র ৩৬ রানে তারা অলআউট হয়ে যায় ২৩.৫ ওভারে। দলের পক্ষে কোন ব্যাটসম্যানই ডাবল ফিগারে যেতে পারেনি। অতিরিক্ত থেকে এসেছে ১৫ রান। পরাগ ৫, ফয়সাল ৩, বাধন ৩, তানভীর ৩ রান করেন। ইসমাইল বাবুল ক্রিকেট একাডেমীর নাইমুর ও ইমন পান ৩টি করে উইকেট পান। সুব্রত পান ২ উইকেট। লাঞ্চের পর ব্যাট করে সহজ টার্গেট ছুয়ে লীগ টেবিলের শীর্ষে ওঠে ইসমাইল বাবুল ক্রিকেট একাডেমী। দলের পক্ষে শাহরিয়ার আলম মুন্না ১৯ রানে অপরাজিত থাকেন। খালেদ ৬ ও ইমন করেন ৪ রান। জেএমজেড ক্রিকেট একাডেমীর শাহরিয়ার পান ২ উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com