ছোটরা হারালো বড়দের। খানপুর মহসিন ক্লাব জুনিয়র ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে মহসিন ক্লাবকে। শনিবার (২৪ জুন) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে ২০২২-২৩ মৌসুমের ২য় বিভাগ ক্রিকেট লীগের ১৮তম দিনের খেলায় সকালে টস জিতে খানপুর মহসিন ক্লাব জুনিয়র অধিনায়ক প্রথমে ব্যাট করতে পাঠায় মহসিন ক্লাবকে। মাঠ ভেজা থাকায় ম্যাচ আম্পায়াররা খেলার দৈর্ঘ্য করেন ৩০ ওভারে। ওপেনার সুলতান বিন আলী সর্বোচ্চ ২৯ রান করেন। রাকিবুল করেন ১৯ রান। পার্টটাইম বোলার আবিদুজ্জামান বল করতে এসে ৮ রানে তুলে নেন মহসিন ক্লাবের ৬ উইকেট। গোপাল পান ২ উইকেট। মহসিন ক্লাব ২৬.৪ ওভারে করে ১১৭ রান। বৃষ্টির ঘনঘটা দেখে খানপুর মহসিন ক্লাব জুনিয়র ব্যাটিং করতে নামেন দ্রুত রান তোলার আশায়। সফল তারা। ৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৭ রান তুলে সহজ জয় তুলে নেয়। ওপেনার ইফতেখার রাতুল ৬৫ রান করে দলকে সহজ জয়ের রাস্তা দেখায়। গোপাল করেন ২২ রান। শান্ত আউট হন ১৩ রানে। মহসিন ক্লাবের সুলতান পান ২ উইকেট।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।