Logo

২য় বিভাগ ক্রিকেট লীগ : নীট রেডিক্স একাডেমীর জয়

ভালো ম্যাচ দেখলো ক্রিকেট দর্শকরা। ৫০ ওভারের খেলা শুরু হলেও ৩ দফা বৃষ্টির কারণে খেলা বাধাগ্রস্ত হওয়ায় খেলা নেমে আসে ৩২ ওভারে। টস হেরে ব্যাট করতে নামা নবাগত জেএমজেড ক্রিকেট একাডেমী ২৫.১ ওভারে ৮৪ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে ফয়সাল সর্বোচ্চ ৪৬ রান করলেও বাকিরা হতাশ করেছেন দলকে। তানভীর ফিরেন ১১ রানে। নীট রেডিক্সের তুষার ও হৃদয় ৩টি করে এবং সাব্বির পান ২টি উইকেট। জবাব দিতে গিয়ে বেশ কয়েকবার চ্যালেঞ্জের মুখে পড়ে নীট রেডিক্স। ছোট ছোট কয়েকটা ইনিংস দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ২৯.১ ওভারে ৭ উইকেট খুইয়ে নীট রেডিক্স করে ৮৯ রান। তুষার করেন ২৩ রান। মিনাল ১৮ রান পান। জেএমজেড ক্রিকেট একাডেমীর ফায়াজ ৪টি এবং মামুন ২টি উইকেট পান।
২য় বিভাগ ক্রিকেট লীগ : নীট রেডিক্স একাডেমীর জয়
ক্রীড়া সংবাদদাতা
ভালো ম্যাচ দেখলো ক্রিকেট দর্শকরা। ৫০ ওভারের খেলা শুরু হলেও ৩ দফা বৃষ্টির কারণে খেলা বাধাগ্রস্ত হওয়ায় খেলা নেমে আসে ৩২ ওভারে। টস হেরে ব্যাট করতে নামা নবাগত জেএমজেড ক্রিকেট একাডেমী ২৫.১ ওভারে ৮৪ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে ফয়সাল সর্বোচ্চ ৪৬ রান করলেও বাকিরা হতাশ করেছেন দলকে। তানভীর ফিরেন ১১ রানে। নীট রেডিক্সের তুষার ও হৃদয় ৩টি করে এবং সাব্বির পান ২টি উইকেট। জবাব দিতে গিয়ে বেশ কয়েকবার চ্যালেঞ্জের মুখে পড়ে নীট রেডিক্স। ছোট ছোট কয়েকটা ইনিংস দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ২৯.১ ওভারে ৭ উইকেট খুইয়ে নীট রেডিক্স করে ৮৯ রান। তুষার করেন ২৩ রান। মিনাল ১৮ রান পান। জেএমজেড ক্রিকেট একাডেমীর ফায়াজ ৪টি এবং মামুন ২টি উইকেট পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com