Logo

রূপগঞ্জে যুবককে কুপিয়ে খুন

রূপগঞ্জে সুমন মিয়া নামে এক যুবককে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকার কালু মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, রোববার মধ্যরাতে উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকায় সুমন মিয়া নামে ওই যুবককে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। দুর্বৃত্তরা সুমনকে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যার পর সেখানে ফেলে রেখে যায়। তার জন্মদাতা বাবার নাম কালু মিয়া হলেও তার পালিত বাবার নাম হাজী করম আলী। সে করম আলীর কাছেই থাকতেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। অতি দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে। তবে, সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত এ হত্যাকান্ডের ঘটনায় কোন মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা নেয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com