Logo

সোনারগাঁয়ে অটোচাপায় শিশুর মৃত্যু

সোনারগাঁয়ে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আয়েশা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা দিকে সোনারগাঁয়ের বারদী ইউনিয়ন জয়নগর গ্রামে এ ঘটনাটি ঘটে। আয়েশার দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে আয়েশাকে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আয়েশার বাবার নাম রিপন মিয়া ও মা সাথী আক্তার। তাদের একমাত্র মেয়ে ছিল আয়েশা। সত্যের সন্ধানে ইসলামী একাডেমী নামে একটি কিন্ডারগার্টেনের প্লে-শ্রেণিতে লেখাপড়া করতো আয়েশা।
নিহতের মা সাথী আক্তার জানান, সোমবার সকাল ৮টার দিকে স্কুলে গিয়েছিল আয়েশা। সকাল সাড়ে ৯টার দিকে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল নিয়ে বাসায় ফেরে সে। ২০ শিক্ষার্থীর মধ্যে সে ৮ম হয়েছিল।
তিনি বলেন, স্কুল থেকে ফিরে আয়েশা বলে মা জামা খুলে দাও খেলতে যাবো। পরে সে খেলতে গিয়েছিল। বাসার সামনে একটি অটো রিকশা এসে তাকে ধাক্কা দেয়। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com