Logo

২ ভবনের চিপায় পড়ে যুবকের মৃত্যু

ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় একটি বহুতল ভবন ও একটি সেমিপাকা টিনশেড ঘরের মাঝখানের চিপা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের এই যুবকের মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় সৌদি প্রবাসী হাবিবুর রহমানের মালিকানাধীন একটি বহুতল ভবন ও মালা ফকিরের মালিকানাধীন একটি সেমিপাকা টিনশেড ঘরের মাঝখানে চিপার মধ্যে আটকে পড়া অবস্থায় ছিল ওই যুবকের মরদেহটি।
এলাকাবাসীর ধারণা, চুরি করার উদ্দেশ্যে হাবিবুর রহমানের মালিকানাধীন বহুতল ভবনের পাইপ বেয়ে ওঠার চেষ্টা করতে গিয়ে দুই ভবনের চিপায় পড়ে ঘটনাস্থলেই মারা যান অজ্ঞাত ওই যুবক। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে টিনশেড সেমিপাকা ঘরের দেয়াল আংশিক ভেঙে মরদেহটি উদ্ধার করেন।
ফতুল্লা মডেল থানার এসআই আবু হানিফ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com