Logo

ফতুল্লার ইউপি চেয়ারম্যান স্বপন আর নেই

ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার লুৎফর রহমান স্বপন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে চাষাঢ়া বালুরমাঠস্থ ইসলাম হার্ট সেন্টার ও পরবর্তীতে ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত স্বপন চেয়ারম্যানের শ্যালক মিঠু জানান, শনিবার রাত ১০টায় ফতুল্লা বাজার জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর ফতুল্লাস্থ চৌধুরীবাড়ি পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৬ মে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হন খন্দকার লুৎফর রহমান স্বপন। দীর্ঘ ৩০ বছর পর ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন চেয়ারম্যান পদে বিজয়ী হন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com