Logo

বন্দরে চোর জাহিদ আটক

বন্দরে মসজিদের মাইকের মেশিন চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা জাহিদ (২৬) নামে এক চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মসজিদ কর্তৃপক্ষ থানায় মামলা না করায় পুলিশ আটককৃত চোরকে শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে। এরআগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকায় থেকে ওই চোরকে আটক করে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। আটককৃত চোর জাহিদ শহরের ৫৮নং রোড নলুয়াপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মাগরিব নামাজের পর জাহিদ নামে এক চোর মাহমুদনগর বড় জামে মসজিদে প্রবেশ করে। পরে চোর জাহিদ কৌশলে মসজিদ থেকে মাইকের মেশিন চুরি করে পালানোর সময় বিষয়টি উল্লেখিত মসজিদের মোয়াজ্জিনের নজরে পড়ে। এ ঘটনায় মোয়াজ্জিন স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় উল্লেখিত চোরকে আটক করে পুলিশে সোপর্দ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com