Logo

বন্দরে ২ ডাকাত গ্রেফতার

বন্দরে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাতদলের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার ফুলহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, বন্দর থানার ফুলহর এলাকার শাহআলম মিয়ার ছেলে রাশেদ আলম (২৮) ও একই এলাকার আবুল খায়ের মিয়ার ছেলে জাহিদ হাসান (২৬)। এরআগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২৭নং ওয়ার্ডের মুরাদপুর এলাকায় এ ডাকাতির ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী মিলন মিয়া বাদি হয়ে শুক্রবার দুপুরে অজ্ঞাতনামা ৮/৯ জন ডাকাতকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এ ব্যাপারে ভুক্তভোগী মিলন মিয়া জানান, প্রতিদিনের মত রাতে খাবার খেয়ে আমরা সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পরি। গভীর রাতে অজ্ঞাতনামা ডাকাত দল বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে কৌশলে প্রবেশ করে গেট খুলে দেয়। পরে ৮/৯ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল আমাদের বিল্ডিংয়ে প্রবেশ করে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকর লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, মুরাদপুরে বাসাবাড়িতে ডাকাতির ঘটনায় ২ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com