আড়ম্বরপূর্ণ পরিবেশে ১৮তম প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্ণামেন্ট-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ক্লাব সদস্য দেবদাস সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্নুকার উপ-কমিটির সহযোগী আহ্বায়ক জহির আহমেদ সোহেল। প্রধান অতিথি হিসেবে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও স্নুকার উপ-কমিটির আহ্বায়ক আলহাজ্ব ফয়েজউদ্দিন আহমদ লাভলু টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব খবির আহমেদ, কার্যনির্বাহী সদস্য দুলাল মল্লিক, হারুন-অর-রশীদ সামাদ, স্নুকার উপ-কমিটির সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক ক্লাব সদস্য ও সদস্যের পরিবার উপস্থিত ছিলেন। স্বাগতিক নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডসহ ৯টি ক্লাব যথাক্রমে ঢাকা ক্লাব লিমিটেড, অল কমিউনিটি ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, কুমিল্লা ক্লাব লিমিটেড, কুমিল্লা সিটি ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, ঢাকা বোট ক্লাব লিমিটেড ও ক্যাথলিক ক্লাব লিমিটেড এর ৩৬ জন জাতীয় মানের খেলোয়ার এ টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।